সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে?
A ১৯(৩)
B ১১(২)
C ১২(৩)
D ১৩(৫)
Solution
Correct Answer: Option A
✔ ১৯(৩) নং অনুচ্ছেদে ‘জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে।
✔ বাংলাদেশের সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়।