১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

A ১৫ টি

B ৬ টি

C ১১ টি

D ১০ টি

Solution

Correct Answer: Option C

। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য— ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)।
। অস্থায়ী সদস্য—১০টি।
। অস্থায়ী সদস্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য ।
। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে— জাপান ও ব্রাজিল ।
। যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, কিন্তু বর্তমানে সাধারণ পরিষদেও নেই— তাইওয়ান ।
। Veto যে ভাষার শব্দ— ল্যাটিন 1
। Veto অর্থ— আমি এটা মানি না ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions