শহীদ আবু সাঈদ ২০২৪ সালের কত তারিখে শহীদ হন?
A ১৬ জুলাই
B ২৬ জুলাই
C ২৭ জুলাই
D ২৮ জুলাই
Solution
Correct Answer: Option A
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে তিনি বুক পেতে দিয়ে সাহসিকতার সাথে শহীদ হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের 'জুলাই বিপ্লব'-এর এক অবিস্মরণীয় ঘটনা।