অ্যাজটেক সভ্যতার চূড়ান্ত পতন হয়েছিলো কি কারনে?
Solution
Correct Answer: Option C
মধ্য আমেরিকার অন্যতম প্রাচীন সভ্যতার নাম হল মায়া। এ মায়া সভ্যতার অবস্থান থেকে প্রায় ৮০০ কিলোমিটার পশ্চিমে অ্যাজটেক বাসীগণ এক নতুন সভ্যতা গড়ে তুলে। বর্তমান মেক্সিকো সিটি যেখানে অবস্থিত, সেখানেই প্রাচীন অ্যাজটেক সভ্যতার যাত্রা শুরু হয়। এ সভ্যতাটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ২,১০০ মিটার উঁচুতে। সভ্যতার শেষের দিকে এরা নিজেদের মধ্যে কলহে জড়িয়ে পড়ে এবং পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। তবে, স্পেনীয়দের আক্রমণে এ অপূর্ব ও সৃজনশীল জনগোষ্ঠীর সভ্যতাটির পতন ঘটে। অ্যাজটেক বাসীগণ উন্নত সংস্কৃতির ধারক হিসেবে প্রায় ৪৫০ বছর তাদের সভ্যতাটি টিকিয়ে রাখতে পেরেছিল।