Solution
Correct Answer: Option C
বর্তমান পেরুর কুজকো এলাকায় সুপ্রাচীন ইনকা সভ্যতার যাত্রা শুরু হয়েছিল একটি উপজাতি হিসেবে। ইকুয়েডর, পেরু, বলিভিয়া, উত্তর পশ্চিম আর্জেন্টিনা, উত্তর চিলি ও দক্ষিণ কলম্বিয়া ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ইনকারা মুদ্রা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে, দেয়াল নির্মাণে আমূল পরিবর্তন আনে। তারা প্রথম বাধানো রাস্তার ব্যবহার তারা শুরু করেছিলো। খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণীয় বিদ্যায় পারদর্শী ছিলো আর কৃষিতে ইনকারা অনেক অনেক উন্নতি করেছিলো।