IAEA এর বর্তমান সদস্য কতটি?

A ১৬৭

B ১৬৮

C ১৭৫

D ১৭৬

Solution

Correct Answer: Option D

- ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা পারমাণবিক শক্তি এবং প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, পাশাপাশি এই ধরনের প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না তাও যাচাই করে। IAEA বিশ্বের "পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য কেন্দ্রীয় আন্তঃসরকারি ফোরাম" হিসেবে কাজ করে।
- IAEA-International Atomic Energy Agency. এর বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়নো গ্রোসি ৩ ডিসেম্বর ২০১৯ থেকে দায়িত্ব পালন করতেছেন। 
- এটি প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭।
- এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ১৪ নভেম্বর ১৯৫৭ সালে।
- এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য দেশ ১৭৬টি। ৩ জানুয়ারি ২০২৩ সালে সর্বশেষ যুক্ত হয় গাম্বিয়া

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions