আসিয়ানভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্যিক এলাকা কী নামে পরিচিত?
A AFTA
B EFTA
C APTA
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
- আসিয়ানভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্যিক এলাকার নাম আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা ASEAN Free Trade Area (AFTA)।
- এটি ১৯৯২ সালের ৭ আগস্ট ASEAN এর মাধমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- AFTA এর লক্ষ্য হল আসিয়ানভুক্ত দেশসমূহের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করা।