আফ্রিকাভিত্তিক COMESA হচ্ছে একটি-

A শান্তি ফোরাম

B সামরিক জোট

C বাণিজ্যিক ব্লক

D পরিবেশবাদী গ্রুপ

Solution

Correct Answer: Option C

COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট।
- এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।
- এর সদরদপ্তর জাম্বিয়ার লুসাকায়।
- এর মোট সদস্য সংখ্যা ২১টি। তিউনিশিয়া থেকে ইস্বতিনি পর্যন্ত বিস্তৃত। 
এগুলো হলো:
- তিউনিসিয়া
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- সুদান
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- ইসোয়াতিনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions