Solution
Correct Answer: Option C
পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন ব্যবস্থার প্রচলন হয় প্রাচীন ব্যাবিলনে। খ্রিষ্টপূর্ব প্রায় ১৭৫৪ সালে ব্যাবিলনের ষষ্ঠ রাজা হাম্মুরাবি 'হাম্মুরাবির বিধিসমূহ' নামে একটি সংগঠিত ও লিখিত আইন প্রবর্তন করেন, যা মানব সভ্যতার ইতিহাসে প্রথম দিকের পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা হিসেবে স্বীকৃত। এই বিধিসমূহে মোট ২৮২টি আইন অন্তর্ভুক্ত ছিল, যেখানে সামাজিক ন্যায়, শাস্তির ধরন, সম্পত্তির অধিকার, পারিবারিক বিধানসহ নানা দিকের বিবরণ পাওয়া যায়। এই আইন ব্যবস্থার মূলনীতি ছিল “চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত” — যা প্রতিশোধমূলক ন্যায়ের ধারণাকে তুলে ধরে। আইনগুলো আক্কাদীয় ভাষায় পাথরে খোদাই করে জনসম্মুখে উপস্থাপন করা হতো, যাতে জনগণ আইন সম্পর্কে সচেতন থাকে।