পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। বর্তমান ইরাক, সিরিয়া ও তুরস্কের দক্ষিণাঞ্চলে ইউফ্রেতিস ও তাইগ্রিস নদীর মধ্যবর্তী অববাহিকায় মেসোপটেমীয় সভ্যতা বিকশিত হয়।
- বর্তমান ইরাকে অবস্থিত ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার এটি নির্মাণ করেন।