জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

A দিল্লি

B কায়রো

C বেলগ্রেড

D জাকার্তা

Solution

Correct Answer: Option C

১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions