'স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে'- গানটি কার রচনা?
Solution
Correct Answer: Option A
১৯৫৭ সালে 'দৈনিক মর্নিং নিউজ' এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।তার রচিত কাব্যগ্রন্থ-প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,রৌদ্র করোটিতে,বিধ্বস্ত নীলিমা ইত্যাদি। শামসুর রাহমানের কবিতাগুলো হলোঃ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, মধুস্মৃতি, রক্তাক্ত প্রান্তর ইত্যাদি । প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । ১৯৭১ সালে শহীদদের উদ্দেশ্য এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে । 'মৈনাক' ছদ্মনামে কবিতা লিখতেন শামসুর রহমান। এছাড়াও তিনি যুদ্ধকালে 'মজলুম আদিব' ছদ্মনামেও কবিতা লিখেছিলেন।