রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কী বলে?
A আইন
B সংবিধান
C অধ্যাদেশ
D বিল
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের সংবিধানের মোট ১১টি ভাগ রয়েছে । এর মধ্যে পঞ্ছম ভাগে আইনসভা ( অনুচ্ছেদ ৬৫ - ৯৩ ) মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে । এ সংবিধানের পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন ।