বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
A বেলজিয়াম
B যুক্তরাজ্য
C ফ্রান্স
D জার্মানি
Solution
Correct Answer: Option A
ওয়াটারলু হলো বেলজিয়ামের একটি গ্রাম। ১৮ জুন ১৮১৫ খিস্টাব্দে ব্রিটেনে ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়,যা ওয়াটারলু নামে পরিচিত।এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন।