Ventous delivery কখন করতে হয়?
Correct Answer: Option B
Second stage Labour -এ মা যখন পরিশ্রান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ে, চাপ প্রয়োগের শক্তি থাকে না তখন Ventous Delivery প্রয়োজন হয় । একটি ভ্যাকাম (বায়ূশূন্য) পাম্প জাতীয় মেশিনের সাহায্যে শিশুকে টেনে বের করা হয় । অনেক সময় বাচ্চার পজিশন অসুবিধাজনকভাবে থাকলেও ventous delivery করা হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions