'Blue blood' means_____.
Solution
Correct Answer: Option B
- 'Blue blood' একটি ইংরেজি ইডিয়ম (Idiom) বা প্রবচন।
- এর আক্ষরিক গ্রহণ না করে আলঙ্কারিক অর্থ গ্রহণ করতে হবে।
- সামাজিকভাবে যারা খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহৃত হয়।
- তাই 'Blue blood'-এর অর্থ হলো অভিজাত বংশীয় বা ভদ্র ঘরের সন্তান।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘aristocratic birth’ অর্থ হলো অভিজাত বংশ।
- সুতরাং, সঠিক উত্তর হবে aristocratic birth।