Correct Answer: Option C
Cogent - জোড়ালো এবং দৃঢ় যুক্তি
Hackneyed - সেকেলে, জরাজীর্ণ
Banal - মামুলি; তুচ্ছ
Untenable - অসমর্থনযোগ্য
Specious - আপাত দৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হলেও প্রতারণামূলক
প্রথমেই বলা হয়েছে, পরিচালনা পরিষদের সদস্যরা ম্যানেজারের --- যুক্তিতে বোকা বনে যায় নি । বোকা বনে যাওয়া যেহেতু Negative tone এর শব্দ, তাই ম্যানেজারের যুক্তির মাঝে
অবশ্যই একটি Negative tone এর ঘ্রাণ থাকবে । দেখুন c) এর Specious এর মধ্যেই Negative tone আছে যার অর্থ আপাতদৃষ্টিতে সত্য মনে হলেও আসলে সত্য নয় । আর এর সাথে
Untenable অর্থাৎ বাস্তবায়নযোগ্য নয় এমন বসালে বাক্যটি অর্থপূর্ণ হয় । b) হবে না কারণ Hackneyed অর্থ নীরস, সেকেলে - যা দ্বারা বাক্য অর্থবোধক হয় না । a) এর cogent যেহেতু Positive
tone এর এবং d) এর banal যেহেতু Neutral tone এর, তাই এ দুটিও বাদ ।
বাক্যের অর্থঃ পরিচালনা পর্ষদ ম্যানেজারের যুক্তিতে প্রতারিত হননি; পরিকল্পনাটি আসলেই সমর্থন অযোগ্য ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions