Take a deep breath and try to blow all the candles at the same time.
Correct Answer: Option E
Solution:
প্রশ্নটিতে বলা হয়েছে যে, প্রথমে বড় করে শ্বাস নিতে হবে এবং এর পর একই সাথে সবগুলো মোমবাতিকে নিভানোর চেষ্ঠা করতে হবে । কোন
কিছু নিভানোকে বলা হয় Blow out. যা অপশনগুলোতে নেই বলে এই প্রশ্নের আসলে কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না । আপনাকে বাক্যটিতে
কোন শব্দটি Missing আছে তা বের করতে বলা হয়েছে । আপনি যদি অপশন e) এর None কে উত্তর দেন তবে বুঝা যাবে যে কোনো শব্দই আসলে
Missing নেই । অর্থাৎ বাক্যটি সঠিক । কিন্তু এই বাক্যটি আসলে সঠিক নয় । বাক্যটি সঠিক হতে হলে Blow এর পরে Out শব্দটি বসাতে হবে ।
Correct বাক্যঃ Take a deep breath and try to blow out all the candles at the same time.
বাক্যের অর্থঃ বড় করে একটি শ্বাস নাও এবং একই সাথে সকল মোমবাতি নেভানোর চেষ্ঠা কর ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions