A Ease of Doing Business- এর সূচক
B আয় বৈষম্য পরিমাপের সূচক
C মুদ্রাস্ফীতি পরিমাপের সূচক
D কর্মংস্থানের হার পরিমাপের সূচক
Solution
Correct Answer: Option B
- Palma ratio হলো আয় বৈষম্য পরিমাপের একটি সূচক।
- এটি একটি দেশের মোট আয়ের কত শতাংশ শীর্ষ 10% ধনী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত তা নির্দেশ করে।
- Palma ratio যত বেশি, আয় বৈষম্য তত বেশি।
উদাহরণস্বরূপ:
-যদি Palma ratio 40 হয়, এর মানে হলো শীর্ষ 10% ধনী ব্যক্তি দেশের মোট আয়ের 40% নিয়ন্ত্রণ করে।