বিশ্ববিখ্যাত ভিনসেন্ট উইলেম ভ্যানগগ যে দেশের চিত্রশিল্পী ছিলেন-
Solution
Correct Answer: Option A
- বিশ্ববিখ্যাত ভিনসেন্ট উইলেম ভ্যানগগ ছিলেন হল্যান্ডের চিত্রশিল্পী।
- তিনি ১৮৫৩ সালের ৩০শে মার্চ হল্যান্ডের জ্রোট-জান্ডার্টে জন্মগ্রহণ করেন এবং ১৮৯০ সালের ২৯শে জুলাই ফ্রান্সের অভের-সুর-ওয়াজে মারা যান।
- তার সবচেয়ে বিখ্যাত কিছু চিত্রকর্মের মধ্যে রয়েছে দ্য স্টারি নাইট, সানফ্লাওয়ারস, এবং দ্য পটেটো ইটারস।