One day, Mr. Karim started 30 minutes late from home and reached his office 50 minutes late, while driving 25% slower than his usual speed ? How much time in minutes does Mr. Karim usually take to reach his office from home ? 

A  20 

B  40 

C  60 

D  80 

Solution

Correct Answer: Option C

Solution: 

 প্রশ্নটিতে শুরুতেই বলা হচ্ছে, কোন একদিন Mr. Karim বাড়ি থেকে 30 মিনিট দেরি করে অফিসের উদ্দেশ্য বের হয়েছিলেন । এতে 

তার অফিসে পৌছাতে 50 মিনিট দেরি হয় এবং এক্ষেত্রে তিনি 25% ধীর গতিতে Driving করেন । প্রশ্ন হলো, Mr. Karim এর বাড়ি থেকে 

অফিসে পৌছাতে স্বাভাবিকভাবে কত সময় লাগে ? 

যেহেতু 30 মিনিট দেরীতে বের হওয়ার অফিসে পৌছাতে 50 মিনিট দেরি হয়, 

তাই দেরিতে বের না হলে অফিসে পৌছাতে দেরি হত = 50 - 30 = 20 মিনিট । 

আর এই 20 মিনিট দেরি বা 20 মিনিট বেশি লাগার কারণ 25% ধীর গতিতে Driving করার জন্য । 

আমরা জানি, Speed বিপরীতভাবে Time এর সমানুপাতিক হয়, অর্থাৎ Speed যে হারে কমে Time 

ও সেই হারে বাড়ে । 

এখন Original speed কে s এবং Original time কে t ধরলে 25% ধীরগতিতে Speed হবে = s - 25% of s = 3x/4 

যেহেতু, Speed বিপরীতভাবে Time এর সমানুপাতিক হয়, অর্থাৎ Speed যে হারে কমে Time ও সেই হারে বাড়ে । 

এক্ষেত্রে Speed 3s/4 হলে Time বা সময় লাগবে 4t/3. 

 Extra time লাগে = \((\frac{{4t}}{3} - t) = \frac{t}{3}\) মিনিট 

 প্রশ্নমতে, t/3 = 20                       t = 60 

 তার প্রকৃতপক্ষে সময় লাগে 60 minutes. 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions