চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
A সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B বিধুশেখর শাস্ত্রী
C হরপ্রসাদ শাস্ত্রী
D প্রবোধকুমার বাগচী
Solution
Correct Answer: Option A
- ১৯২০ সালে বিজয়চন্দ্র মজুমদার তাঁর 'History of the Bengali Language' গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনার সূত্রপাত করেন।
- এরপর, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Origin and Development of the Bengali Language' (ODBL)-এ এর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করেন।
- তিনি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও অন্যান্য বৈশিষ্ট্য বিচার করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে চর্যার ভাষা মূলত প্রাচীন বাংলা।
- ১৯২৬ সালে প্রকাশিত এই গবেষণার মাধ্যমেই চর্যাপদের ভাষা বাংলা হিসেবে চূড়ান্তভাবে প্রতিপন্ন হয়।