যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর প্রতিষ্ঠাতা কে? 

A আইরিন খান

B কুমি নাইডো

C পিটার বেনেনসন

D আইরিন জুবাইদা খান

Solution

Correct Answer: Option C

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য (UK) ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- অ্যামনেস্টির বর্তমান মহাসচিব আইরিন জুবাইদা খান। (৭ম মহাসচিব)
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন।
- এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions