Solution
Correct Answer: Option C
- "Green eye" একটি ইংরেজি বাগধারা, যার আক্ষরিক অর্থ সবুজ চোখ হলেও এর ভাবার্থ হলো ঈর্ষা বা হিংসা (Jealousy)।
- এই বাগধারাটি মূলত "green-eyed monster" বা "সবুজ চোখের দানব" কথাটি থেকে এসেছে, যা ঈর্ষাকে দানবের সাথে তুলনা করে।
- এই উক্তিটির বহুল ব্যবহারের কৃতিত্ব দেওয়া হয় বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রকে।
- তিনি তার বিখ্যাত নাটক *Othello*-তে ঈর্ষাকে "the green-eyed monster" বলে অভিহিত করেন।
- সেই থেকে ইংরেজি সাহিত্যে এবং কথ্য ভাষায় সবুজ রঙকে প্রায়শই ঈর্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।