কিয়াটো প্রটোকল থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে?
A ইসরাইল
B যুক্তরাষ্ট্র
C যুক্তরাজ্য
D ফ্রান্স
Solution
Correct Answer: Option B
- যুক্তরাষ্ট্র ২০০১ সালে কিয়াটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে।
- যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল যে প্রটোকলটি তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে।
- প্রটোকলটি উন্নত দেশগুলিকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য বাধ্য করে।