Solution
Correct Answer: Option A
- দক্ষিণ কোরিয়া: 2006 সালের ডিসেম্বরে 'WiBro' (Worldwide Interoperability for Microwave Access) নামে 4G মোবাইল টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে।
- সুইডেন: 2009 সালের ডিসেম্বরে TeliaSonera 'Telia 4G' নামে 4G LTE (Long-Term Evolution) ব্যবস্থা চালু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র: 2010 সালের বছরের শেষের দিকে Verizon '4G LTE' নামে 4G LTE ব্যবস্থা চালু করে।
- বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয়- ১৯ ফেব্রুযারী, ২০১৮ সালে প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।