Like her brother she is also ... heiress to the property.
Solution
Correct Answer: Option C
- ইংরেজি আর্টিকেল (Article) 'a' এবং 'an'-এর ব্যবহার নির্ভর করে পরবর্তী শব্দের প্রথম উচ্চারণের উপর, বানানের উপর নয়।
- কোনো শব্দ যদি Vowel Sound (স্বরধ্বনি) দিয়ে উচ্চারিত হয়, তার আগে 'an' বসে।
- এখানে, 'heiress' (উচ্চারণ: এ্যারেস) শব্দটি 'h' দিয়ে শুরু হলেও এর উচ্চারণ একটি Vowel Sound বা স্বরধ্বনি দিয়ে শুরু হয়।
- 'Heiress' শব্দটিতে 'h' অক্ষরটি silent বা অনুচ্চারিত থাকে।
- তাই, Vowel Sound দিয়ে উচ্চারিত হওয়ায় এর আগে 'an' বসবে।