কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ কিরা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?
Solution
Correct Answer: Option A
এই ধরনের অংকের ক্ষেত্রে মনে মনে যেকোন সংখ্যাকে কল্পনা করে নিয়ে সহজেই সমাধান করা যায় । যেমন: ধরুন, সংখ্যাটি ২৫ যাকে ১১ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ৩ ।২৫ এর ৪ গুন হলো ১০০.
এখন ,১১)১০০(৮
৯৯
______________
১
অর্থাৎ ১ অবশিষ্ট থাকবে।