কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ কিরা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?

A

B

C

D ১২

Solution

Correct Answer: Option A

এই ধরনের অংকের ক্ষেত্রে মনে মনে যেকোন সংখ্যাকে কল্পনা করে নিয়ে সহজেই সমাধান করা যায় । যেমন: ধরুন, সংখ্যাটি ২৫ যাকে ১১ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ৩ ।২৫ এর ৪ গুন হলো ১০০.
এখন ,১১)১০০(৮
                   ৯৯
        ______________
                      ১

অর্থাৎ ১ অবশিষ্ট থাকবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions