Solution
Correct Answer: Option D
যে মেমোরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত ,তাকে প্রধান মেমোরি বা Main memory বলা হয়।প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরি হিসেবেও উল্লেখ করা হয়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে মেমোরি ব্যবহার করা হয়।