I met a person ... I never saw earlier.
Solution
Correct Answer: Option B
- এই বাক্যে দুটি অংশ (clauses) রয়েছে এবং সংযোগকারী হিসেবে একটি relative pronoun প্রয়োজন।
- এখানে pronoun-টি বাক্যের দ্বিতীয় অংশের "saw" verb-টির object বা কর্ম হিসেবে কাজ করছে।
- বাক্যটিকে পুনরায় সাজালে হয়: I never saw him/her earlier; এখানে 'him/her' হলো object.
- যখন কোনো ব্যক্তি verb-এর object হিসেবে কাজ করে, তখন relative pronoun হিসেবে Whom ব্যবহৃত হয়।
- যদি ব্যক্তি subject বা কর্তা হতো (যেমন: ... he/she saw me), তাহলে Who ব্যবহৃত হতো।