Solution
Correct Answer: Option D
প্রশ্নটি হলো ৩০০ কে ০.৩ দিয়ে গুণ করার। দশমিকের গুণ করার সময় আমরা প্রথমে দশমিক ছাড়া সংখ্যাগুলোকে গুণ করব এবং তারপর ফলাফলে দশমিক বসাব।
ধাপ ১: দশমিক তুলে দিয়ে সংখ্যা দুটিকে গুণ করি:
৩০০ × ৩ = ৯০০
ধাপ ২: এখন দশমিকের অবস্থান নির্ণয় করি। গুণ্য (৩০০) সংখ্যাটিতে কোনো দশমিক নেই এবং গুণক (০.৩) সংখ্যাটিতে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে। তাই গুণফলেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসবে।
সুতরাং, ৯০০ এর ডান থেকে এক ঘর আগে দশমিক বসালে হয় ৯০.০, যা ৯০ এর সমান। ৯০, যা প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে নেই। তাই সঠিক উত্তর (D) কোনটিই নয়।