Solution
Correct Answer: Option A
এখানে আমাদের ০.০২৩ এর ১ শতাংশ (1%) বের করতে হবে।
"শতাংশ" বা "%" মানে হলো কোনো সংখ্যার ১০০ ভাগের এক ভাগ। অর্থাৎ, ১% = ১/১০০ = ০.০১।
এখন, ০.০২৩ এর ১% বের করার জন্য ০.০২৩ কে ০.০১ দিয়ে গুণ করতে হবে।
০.০২৩ × ১%
= ০.০২৩ × (১/১০০)
= ০.০২৩ × ০.০১
= ০.০০০২৩