'অর্থহীন অপব্যয়' অর্থ প্রকাশ করে কোনটি?

A মশা মারতে কামান দাগা

B ভস্মে ঘি ঢালা

C অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

D গরু মেরে জুতো দান

Solution

Correct Answer: Option A

মশা মারতে কামান দাগা: এই বাগধারাটির অর্থ হলো সামান্য বা তুচ্ছ কাজের জন্য বিরাট আয়োজন বা অপ্রয়োজনীয় রকমের বড় ব্যবস্থা গ্রহণ করা। যা এক ধরনের অর্থহীন অপব্যয়।
ভস্মে ঘি ঢালা: এর অর্থ হলো নিষ্ফল কাজ করা বা এমন জায়গায় কিছু দেওয়া যেখান থেকে কোনো ফল পাওয়ার আশা নেই।
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট: এর অর্থ হলো একটি কাজে প্রয়োজনের চেয়ে বেশি লোক থাকলে কাজটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার বদলে নষ্ট হয়ে যায়।
গরু মেরে জুতো দান: এর অর্থ হলো বড় ক্ষতি করে সামান্য উপকার করার ভান করা।মশা মারতে কামান দাগা: এই বাগধারাটির অর্থ হলো সামান্য বা তুচ্ছ কাজের জন্য বিরাট আয়োজন বা অপ্রয়োজনীয় রকমের বড় ব্যবস্থা গ্রহণ করা। যা এক ধরনের অর্থহীন অপব্যয়।ভস্মে ঘি ঢালা: এর অর্থ হলো নিষ্ফল কাজ করা বা এমন জায়গায় কিছু দেওয়া যেখান থেকে কোনো ফল পাওয়ার আশা নেই।অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট: এর অর্থ হলো একটি কাজে প্রয়োজনের চেয়ে বেশি লোক থাকলে কাজটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার বদলে নষ্ট হয়ে যায়।গরু মেরে জুতো দান: এর অর্থ হলো বড় ক্ষতি করে সামান্য উপকার করার ভান করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions