Man can not live alone. In the sentence the word alone is-
Solution
Correct Answer: Option A
- বাক্যটিতে 'alone' শব্দটি 'live' নামক verb-টিকে বিশেষায়িত করছে।
- এখানে 'alone' শব্দটি দ্বারা মানুষ কীভাবে (how) বাঁচতে পারে না, তা বোঝানো হচ্ছে।
- যে শব্দ verb, adjective বা অন্য কোনো adverb-কে বিশেষায়িত করে, তাকে Adverb বলে।
- সুতরাং, এই বাক্যে 'alone' শব্দটি একটি Adverb।