'কর্নার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত রয়েছে কোথায়?

A ভিয়েতনাম

B মাকাও

C ওকিনাওয়া

D হাইতি

Solution

Correct Answer: Option C

- 'কর্নার স্টোন অব পিস' (শান্তির ভিত্তিপ্রস্তর) জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত একটি স্মৃতিসৌধ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার যুদ্ধে নিহত ২,৪০,০০০-এরও বেশি মানুষের স্মরণে এটি ১৯৯৫ সালে স্থাপন করা হয়।
- এই স্মৃতিসৌধের দেয়ালে জাতীয়তা বা বেসামরিক-সামরিক পরিচয় নির্বিশেষে যুদ্ধে নিহত সকলের নাম খোদাই করা আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions