বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-

A পাল বংশের মাধ্যমে

B সেন বংশের মাধ্যমে

C গুপ্ত বংশের মাধ্যমে

D মৌর্য বংশের মাধ্যমে

Solution

Correct Answer: Option A

পাল বংশের শাসনামলঃ ৭৫৬ থেকে ১১৬১ খৃস্টাব্দ, তার ৪০৫ বছর শাসন করে । প্রায় চারশত বছর ধরে ১৭ জন পাল নৃপতি বাংলা শাসন করেন। এই সুদীর্ঘ শাসনকালে একই বংশের এরকম একটানা ইতিহাসে এর আগে ঘটে নি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions