আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?
A জারিগান
B গজল
C গম্ভীরা গান
D টপ্পা গান
Solution
Correct Answer: Option D
বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হলেন রামনিধি গুপ্ত । তিনি ১৭৭৬ খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি সূত্রে বিহারের ছাপরায় গমন এবং হিন্দুস্তানি টপ্পা শিক্ষাগ্রহণ করেন। ১৭৯৪ খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে তিনি বাংলায় টপ্পা রচনা ও পরিবেশনা করেন।