Solution
Correct Answer: Option A
- 'বিজ্ঞান' শব্দটিতে ব্যবহৃত যুক্তবর্ণটি হলো 'জ্ঞ'।
- এই যুক্তবর্ণটি 'জ্' (জ-হসন্ত) এবং 'ঞ' এই দুটি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে গঠিত হয়।
- সুতরাং, এর সঠিক গঠন হলো: জ্ + ঞ = জ্ঞ।
- বাংলা ভাষায় এর উচ্চারণ মূলত 'গ্য' (gya) এর মতো হয়, যেমন- জ্ঞান (গ্যান), সংজ্ঞা (শংগ্যা)।
- 'জ্ঞ' ব্যবহার করে গঠিত আরও কিছু শব্দ হলো অজ্ঞ, বিশেষজ্ঞ, বিজ্ঞাপন ইত্যাদি।