Correct Answer: Option D
- জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)।
- UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।
- এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২৮তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রায় ৭০ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে বাংলাদেশ থেকে সরকারি প্রতিনিধিদলের হয়ে ৩৭জন সম্মেলনে অংশ নিয়েছেন।
এ সম্মেলনে বাংলাদেশের দাবিগুলোর মধ্যে ছিল:
- জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠার জন্য সমর্থন: বাংলাদেশ এই তহবিল প্রতিষ্ঠার জন্য তীব্রভাবে লবি করেছে।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আরও বেশি অর্থায়নের দাবি: বাংলাদেশের প্রতিনিধিরা উন্নত দেশগুলোর কাছ থেকে $100 বিলিয়ন ডলারের বার্ষিক অর্থায়ন লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি জানায়।
- সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর (LDCs) জন্য বিশেষ সহায়তার দাবি: বাংলাদেশ LDCs-এর জন্য বিশেষ সহায়তার দাবি জানিয়েছে।
- অভিযোজন-সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য ‘গ্লোবাল গোল অন এডাপটেশন’-এর কাঠামো ঠিক করা
- ২০২৫ পরবর্তী সময়ে জলবায়ু অর্থায়নের জন্য ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল অন ক্লাইমেট ফাইন্যান্স’ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রত্যাশা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions