Solution
Correct Answer: Option B
- 'Philology' শব্দটির বাংলা পরিভাষা হলো ভাষাবিদ্যা বা ভাষাতত্ত্ব।
- এটি মূলত ভাষার ইতিহাস, উৎস, বিকাশ এবং গঠন নিয়ে আলোচনা করে।
- Philosophy শব্দের পরিভাষা হলো দর্শনবিদ্যা।
- Psychology শব্দের পরিভাষা হলো মনোবিদ্যা।
- Phonology শব্দের পরিভাষা হলো ধ্বনিবিদ্যা, যা ভাষার ধ্বনি নিয়ে কাজ করে।