Solution
Correct Answer: Option A
- 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির আক্ষরিক অর্থ হলো ছাতা ব্যবহার করে মাথাকে রোদ বা বৃষ্টি থেকে বাঁচানো।
- কিন্তু এখানে 'মাথা' শব্দটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যা সম্মান, মর্যাদা বা ইজ্জতকে বোঝায়।
- কোনো বিপদ বা লজ্জাজনক পরিস্থিতি থেকে কোনোভাবে সম্মান বাঁচানো বা ইজ্জত রক্ষা করাকে এই বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
- সুতরাং, 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির সঠিক অর্থ হলো সম্মান রক্ষা করা।