বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি?

A কলস/কলশ

B দিঘি/দীঘি

C সূচি/সূচী

D সবকটি

Solution

Correct Answer: Option D

- বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কিছু শব্দের একাধিক রূপ শুদ্ধ হিসেবে গৃহীত হয়।
- তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে দীর্ঘ ঈ-কারের পরিবর্তে হ্রস্ব ই-কার ব্যবহারের নিয়ম রয়েছে, তবে পুরনো বানানটিও অনেক ক্ষেত্রে স্বীকৃত।
- এই নিয়ম অনুযায়ী, ‘দীঘি’ (তৎসম: দীর্ঘিকা) শব্দের আধুনিক শুদ্ধ বানান ‘দিঘি’ হলেও উভয়ই প্রচলিত ও শুদ্ধ।
- একইভাবে ‘সূচী’ শব্দের আধুনিক বানান ‘সূচি’ হলেও দুটি রূপই সঠিক বলে গণ্য হয়।
- অন্যদিকে, কিছু শব্দের ক্ষেত্রে দন্ত্য-স (স) এবং তালব্য-শ (শ) উভয়ের ব্যবহারই শুদ্ধ, যেমন- কলস/কলশ
- তাই, প্রদত্ত তিনটি অপশনের সবকটিতেই উভয় বানান শুদ্ধ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions