Solution
Correct Answer: Option C
- বাংলা ব্যাকরণের ষ-ত্ব বিধান অনুযায়ী, শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দে 'ষ' এর ব্যবহার হয়ে থাকে।
- এই নিয়ম অনুযায়ী, বিদেশি, তদ্ভব এবং দেশি শব্দে কখনোই 'ষ' ব্যবহৃত হয় না।
- বিদেশি শব্দে 'ষ' এর ধ্বনির জন্য প্রয়োজন অনুযায়ী 'স' অথবা 'শ' ব্যবহার করা হয়।
- যেমন: স্টোর, স্টেশন, মাস্টার (ইংরেজি), জিনিস, পোশাক (ফারসি) ইত্যাদি শব্দে 'ষ' বসেনি।