ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

A বর্ণ

B শব্দ

C অক্ষর

D ধ্বনি

Solution

Correct Answer: Option D

- ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, যা মানুষের বাকপ্রত্যঙ্গ থেকে উচ্চারিত হয়।
- ধ্বনি ভাষার মূল ভিত্তি, একে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না।
- ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ বলা হয়, এটি ধ্বনির একটি প্রতীক মাত্র।
- এক বা একাধিক ধ্বনি একত্রে উচ্চারিত হয়ে অক্ষর (Syllable) বা দল গঠিত হয়।
- কয়েকটি ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে।
- অতএব, ধ্বনি থেকেই বর্ণ, অক্ষর, শব্দ ও অবশেষে বাক্য তৈরি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions