'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Solution
Correct Answer: Option D
- 'নামাজ' শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
- বাংলায় মুসলিম শাসনামলে, বিশেষ করে দিল্লি সালতানাত ও মুঘল আমলে ফারসি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক ভাষা।
- এই সময়েই ধর্ম, প্রশাসন, আইন-আদালত ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহু ফারসি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে।
- ইসলামে প্রার্থনার আরবি প্রতিশব্দ 'সালাত' হলেও, উপমহাদেশে ফারসি সংস্কৃতির প্রভাবে 'নামাজ' শব্দটিই বহুল প্রচলিত হয়।
- রোজা, খোদা, ফেরেশতা, পয়গম্বর, আমদানি, দরবার, নালিশ, চশমা ইত্যাদি আরও কিছু ফারসি শব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে।