সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ-
A সমুদ্রে উচু ঢেউ সৃষ্টি হয়
B সমুদ্রের পানির ঘনত্ব বেশি
C সমুদ্রের পানির গভীরতা বেশী
D সমুদ্রের পানির ঘনত্ব কম
Solution
Correct Answer: Option B
- সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ দ্রবীভূত থাকায় এর ঘনত্ব স্বাদু পানির চেয়ে বেশি।
- আর্কিমিডিসের নীতি অনুযায়ী, কোনো তরলের ঘনত্ব যত বেশি, তার দ্বারা প্রযুক্ত প্লাবতা বা ঊর্ধ্বমুখী বলও তত বেশি হয়।
- এই অতিরিক্ত প্লাবতা সাঁতারুর শরীরকে উপরের দিকে বেশি ঠেলে রাখে, ফলে শরীর সহজে ভেসে থাকে।
- তাই কম শক্তিক্ষয় করে ভেসে থাকা যায় বলে, স্বাদু পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা তুলনামূলকভাবে সহজ।