Solution
Correct Answer: Option C
- প্লীহা (Spleen) মানবদেহের লসিকা তন্ত্রের (lymphatic system) একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
- এর প্রধান কাজ হলো রক্ত পরিষ্কার করা, পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস করা এবং রোগ প্রতিরোধ করা।
- হরমোন উৎপাদন করা অন্তঃক্ষরা গ্রন্থির (endocrine gland) কাজ, যেমন- পিটুইটারি, থাইরয়েড ইত্যাদি।
- যেহেতু প্লীহা কোনো হরমোন তৈরি করে না, তাই এটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়।