একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ : ১৩ । যদি শ্রেণিতে ছাত্র অপেক্ষা ২৪ জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ?
Solution
Correct Answer: Option A
ধরি, শ্রেণিতে ছাত্রসংখ্যা = ৯x
∴ " " =১৩x
প্রশ্নমতে, ১৩x−৯x = ২৪
⇒৪x = ২৪
⇒x = ৬
∴ শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা = ৯x+১৩x=১২x
=(২২ × ৬)জন
= ১৩২ জন ।