কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
A রিক্তের বেদন
B ছাড়পত্র
C ব্যথার দান
D আজ সৃষ্টি সুখের উল্লাসে
Solution
Correct Answer: Option D
- "আজ সৃষ্টি সুখের উল্লাসে" কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা তাঁর 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- প্রদত্ত অন্য বিকল্পগুলোর মধ্যে 'রিক্তের বেদন' ও 'ব্যথার দান' তাঁর রচিত গল্পগ্রন্থ এবং 'ছাড়পত্র' কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি বিখ্যাত কবিতা।