A person who has come to settle permanently in a country that is not his/her own is a/an-
Solution
Correct Answer: Option C
- যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আসে, তাকে ইংরেজিতে 'immigrant' (অভিবাসী) বলা হয়।
অন্য বিকল্পগুলোর অর্থ হলো:
'Emigrant': যে ব্যক্তি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়।
'Migrant': যে ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তা স্থায়ী বা অস্থায়ী হতে পারে।
'Expatriate': যে ব্যক্তি নিজ দেশের বাইরে বসবাস করে।